কক্সবাজারের উখিয়ায় ফাতেমা খাতুন (২৩) নামের এক এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ মার্চ) রাত ১টার দিকে উপজেলার থাইংখালীর জামতলী এলাকার হাফেজ নুরুল আলমের ভাড়া বাসা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
ফাতেমা খাতুন টাঙ্গাইলের গাঁড়াইল জেলার জোরদিগির পূর্বপাড়া পুলমালীজালার বিল্লাল হোসেনের স্ত্রী। তিনি এমএসএফ উনচিপ্রাং হাসপাতালে কর্মরত ছিলেন।
জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী বিল্লালকে হেফাজতে নিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, বিল্লাল ও ফাতেমা দম্পতি জামতলী হাফেজ নুরুল আলমের ভাড়া বাসায় একটি কক্ষ নিয়ে বসবাস করতেন। মঙ্গলবার রাত সাড়ে ১২টায় বিল্লাল বাসায় আসলে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, “রাতে খবর পাই জামতলীতে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক নারীর লাশ ঝুলছে। খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এরই মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গেছে। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।”
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ মঞ্জুর মোরশেদ বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে ঘটনার মূল কারণ কী তা এখনো জানা সম্ভব হয়নি।”